পঞ্চগড়ে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু
হঠাৎ করে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় জনগনকে মাস্ক পরিধানে সচেতন করার লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ পুলিশ।
পঞ্চগড় জেলা পুলিশের উদ্যোগ রোববার সকালে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য্য।
এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আলমগীর হোসেনসহ জেলা ও থানা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মানবন্ধন শেষে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য মাস্ক পরিধানে সচেতনতার অংশ হিসেবে মাস্কবিহীন মানুষকে মাস্ক পড়িয়ে দেন এবং আশপাশের মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে করোনা প্রতিরোধে মাস্ক পড়ার আহবান জানান।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, করোনার শুরু থেকে বাংলাদেশ পুলিশ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ, জনগনকে মাস্ক পরিধানে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। সাধারণ মানুষ সচেতন থাকার কারণে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনা সংক্রমন ও মৃত্যুর হার ছিল অনেক কম। মাঝখানে করোনা সংক্রমন কমে যাওয়ার কারণে মানুষজন স্বাস্থ্যবিধি মানতে অনিহা দেখাতে শুরু করে। এ কারণে চলতি মাসের শুরু থেকেই আবারও করোনা সংক্রমন বৃদ্ধি পেতে শুরু করেছে। আমাদের পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশনায় আমরা আবারও সারাদেশে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি শুরু করেছি। করোনা সংক্রমন কমে না আসা পর্যন্ত আমরা কার্যক্রম অব্যাহত রাখব। তিনি জনগণকে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান করার জন্য আহবান জানান।

পঞ্চগড় প্রতিনিধি