সরকারি নির্দেশনা মানছে না হাকিমপুর উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা
সরকারি অফিসে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত উপস্থিত থাকার নির্দেশের তোয়াক্কা করছে না দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী। গত রবিবার ১৪ ই মার্চ এ সংক্রান্ত পরিপত্রের কথা মনে করিয়ে দিয়ে সব বিভাগের কমিশনার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয় জরুরি পরিস্থিতি ছাড়া জনস্বার্থে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যক ভাবে সকাল ৯টায় অফিসে এসে অত্যাবশ্যক ভাবে ৯টা ৪০ অবস্থান করতে হবে।
রোববার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত হাকিমপুর উপজেলা বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখা গেছে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত নেই।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তার চেয়ার আছে লোক নেই। উপজেলা সমাজ সেবা অফিসে কর্মকর্তা নেই, চেয়ার আছে। হিসাব রক্ষক কর্মকর্তা অফিসে নেই। মৎস্য কর্মকর্তা নেই, চেয়ার ফাঁকা। উপজেলা মহিলা বিষক কর্মকর্তার দরজায় তালা ঝুলানো। মাধ্যমিক শিক্ষা অফিসারের চেয়ার ফাঁকা। প্রাথমিক শিক্ষা অফিসারের চেয়ার ফাঁকা। উপজেলা কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসারের চেয়ার ফাঁকা। উপজেলা নির্বাচন অফিসের প্রধান গেট বন্ধ। সেটেলমেন্ট অফিসে তালা ঝুলানো। এই অফিসগুলা সরকারি চিঠির তোয়াক্কা করছেন না । এমনকি সকাল সাড়ে দশটা পর্যন্ত কোন কোন সরকারি অফিসের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা যায়।
হাকিমপুর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা মুহাঃ আবুল কালাম আজাদ নিকট সরকারি নির্দেশনা মানছেন না কেন,জানতে চাইলে তিনি কিছু বলতে পারেনি। বার বার শুধু বলছেন ভাই আসেন অফিসে চা খেয়ে যান।
হাকিমপুর উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ভাই আমি একটু বাহিরে ছিলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মামুদুল হাসান কিছু বলতে পারেনি, ব্যানার নিয়ে আসলাম, একথায় বলছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বোরহার উদ্দিন জানান, আমি এক মাসের ছুটিতে আছি।
উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, গতকাল অফিসে আমাদের অনুষ্ঠান ছিলো, অনেক রাত হয়েছে, তাই অফিসে আসতে সময় লেগেছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আরজিনা বেগম ঐ একি কথা বলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা লস্কর কিছু বলতে পারেনি,শুধু বলছেন,আমি একটু বাহিরে।
উপজেলা ভুমি অফিসের নাজির সোলায়মান আলীকে এই নির্দেশনার কথা বললে, তিনি বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যান।
এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম জানান, আমি ডিসি অফিসে মিটিংয়ে আসছি। তার নিকট সরকারি নির্দেশনার কথা জানতে চাইলে তিনি জানান,আমি সরকারি নির্দেশনা পেয়েছি।
আপনার উপজেলার প্রায় অফিসে কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপস্থিত নেই। বললে তিনি জানান আমি অফিসে এসে প্রতিটি অফিসে নির্দেশনার চিঠি পাঠাবো। তিনি আরও জানান, সতর্কতার পর যদি কেউ অফিসে উপস্থিত সময় মতো না হয়, তাহলে তার বিরুদ্ধে উপরে লিখিত অভিযোগ পাঠাবো।

দিনাজপুর প্রতিনিধিঃ