করোনাকে ঠেকাতে হিলিতে মাস্ক হাতে রাস্তায় পুলিশ
”মাস্ক পরার অভ্যাস করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) স্থলবন্দরে মাস্ক হাতে নিয়ে রাস্তায় নেমেছে থানা পুলিশ।
রবিবার সকাল থেকে বন্দরের বিভিন্ন সড়ক ঘুরে মাস্ক বিহীন পথচারী, ভ্যান-রিকশা চালক, বাস,ট্রাক চালক, যাত্রীসহ বিভিন্ন পেশা জীবিদের মাস্ক তুলে দেন হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এবং পুলিশ সদস্যরা।
মুলত করোনা ভাইরাস প্রাদুর্ভার প্রতিরোধে সচেতনতা মুলক কর্মসুচি আজকে পুলিশের।কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপি বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহন করেন হাকিমপুর থানা পুলিশ।
সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২ হাজার পথচারীদের মাস্ক পড়িয়ে দেন তারা।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান,করোনা মোকাবেলায় জনসাধারনকে সচেতন, উদ্বুদ্ধ করণ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ গ্রহন হিসাবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি আরও জানান, মাস্ক ছাড়া কেউ বাড়ির বাহির হবে না। নিজ নিজ কর্মস্থলে মাস্ক ব্যবহার করতে হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ