গরুর সাথে ধাক্কা লেগে ব্র্যাক কর্মীর মৃত্যু
গরুর সাথে ধাক্কা লেগে প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর। আজ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাজেডুমরিয়া নয়াবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, সকালে ওই ব্র্যাক কর্মী রেহানা আক্তার (৩৫) মটর সাইকেলে জলঢাকা অফিসে যাওয়ার সময় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া নয়াবাড়ি এলাকায় পৌছলে একটি গরু হঠাৎ রাস্তায় চলে আসে। মটর সাইকেলটি গরুটির সাথে ধাক্কা লাগলে পড়ে গুরুত্বর আহত হয় ওই ব্র্যাক কর্মী। এলাকাবাসাী তাকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসারত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আজ দুপুরে তার মৃত্যু হয়। মৃত ব্র্যাক কর্মীর রেহানা আক্তার জলঢাকা ব্র্যাক অফিসে ক্রেডিট অফিসার (প্রগতি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়নের সরকারী ডিগ্রী কলেজ সংলগ্ন কেশবা গ্রামের বাসিন্দা মনোয়ার হোসেনের স্ত্রী।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- গরুর সাথে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়ে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি