নারী ও বালিকাদের অধিকার সুরক্ষায় পঞ্চগড়ে অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইনিং
নারী ও বালিকাদের অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পঞ্চগড়ে অভিজ্ঞতা বিনিময় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশন ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সহায়তায় সেন্টার ফর রাইটস এন্ড ডেভেলপমেন্ট-সিআরডি ও ক্যাম্পেইনিং এর আয়োজন করে।
সোমবার পঞ্চগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ক্যাম্পেইনিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
সিআরডি’র নির্বাহী পরিচালক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ, প্রকল্প অফিসার আবু দাউদ শামীম, সিআরডি’র উপজেলা ম্যানেজার আমিনুল ইসলাম, সদর সমাজসেবা অফিসের প্রতিনিধি এম আকতার মুকুল, সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ। ক্যাম্পেইনিং এ পঞ্চগড় সদর ও বোদা উপজেলার নারী ও কিশোরী গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।

পঞ্চগড় প্রতিনিধি