কাহালু থানা পুলিশের উদ্দ্যেগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে “আসুন আমরা নিজে মাস্ক পড়ি, অপরকে মাস্ক পড়তে উৎসাহিত করি” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু থানা পুলিশের উদ্যোগে কাহালু পৌর শহরের চারমাথা ও ঐতিহাসিক রেলওয়ে বটতলায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ ও মাস্ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন (আই.জি.পি. পদক প্রাপ্ত) এর নেতৃত্বে ও কাহালু থানা পুলিশ এ কর্মসূচী পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির, এস আই মাহবুব হোসেন, মুকুল চন্দ্র বর্মন, মহিউদ্দিন, মেহেদী হাসান, খয়ের উদ্দিন. খোকন চন্দ্র ভৌমিক, রেজাউল করিম সহ থানার অন্যান্য এস আই, এ এস আই ও পুলিশের সদস্যবৃন্দ।

অনলাইন ডেস্ক