দক্ষিণখানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১
রাজধানীর দক্ষিণখানে দু'পক্ষের গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম আব্দুর রশিদ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের আইনুসবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণখান থানার ডিউটি অফিসার এসআই নুরুল ইসলাম।
তিনি জানান, দু'পক্ষের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। লাশ স্থানীয় কেসি হাসপাতালে রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক