পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত
‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার’ শ্লোগানে পঞ্চগড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগ, দি লেপ্রসী মিশন বাংলাদেশ-টিএলএমআইবি এবং বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-নাটাব যৌথভাবে দিবসটি পালন করে।
এ উপলক্ষে বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনের সড়কে স্ট্যান্ডিং র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোজাফ্ফর হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা, টিএলএমআইবি’র টিবি কন্ট্রোল অফিসার জাহাঙ্গীর আলম, নাটাব পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারী ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ ও টিএলএমআইবি’র কর্মকর্তা কর্মচারী ও নাটাবের জেলা শাখার নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় প্রতিনিধি