বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক মৃণাল কান্তি সাহা আর নেই
দেশ বরেণ্য বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ অধ্যাপক মৃণাল কান্তি সাহা (৭৮) আর নেই। বুধবার দিবাগত রাতে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন তিনি। মৃত্যু সংবাদ নিশ্চিত করেন তাঁর ছোটভাই এটিএন নিউজের ব্যুরো প্রধান চপল সাহা।
আজ বৃহস্পতিবার দুপুরে উদীচী কার্যালয়ে এবং পরে সম্মীলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জোটভুক্ত সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পার্ঘ অর্পণ করেন। এছাড়া কেন্দ্রীয় শহিদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর মালতিনগর মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
কর্মজীবনে তিনি ছিলেন একজন সরকারি অধ্যাপক। এছাড়া রবীন্দ্র চর্চার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে রেখেছেন বিশাল অবদান। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সংগঠনের সাথে কাজ করার মাধ্যমে গড়েছেন অনেক শিল্পী ব্যক্তিত্ব।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ তিন কন্যা সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংস্কৃতিক অঙ্গনের সকল সংগঠন।

সুমনা লিমা