বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বগুড়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। করোনার কারনে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সূর্যোদয়ের সাথে সাথে বগুড়ার কেন্দ্রীয় শহীদ মিনার ও শহরের ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচী শুরু হয়। প্রথমে জেলা প্রশাসক, পুলিশ সুপার, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও সকালে শহরের খোকন পার্কের শহীদ মিনারে বগুড়া জেলা পরিষদ, আওয়ামী লীগ, বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে ফুল দেয়া হয়।

ষ্টাফ রিপোর্টার