হিলিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
দিনাজপুরের হিলিতে মুক্তিযুদ্ধার সম্মুখ সমরে ৩১ বার তোপধ্বনির ও ফুলের শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে পালিত হলো মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস।
শুক্রবার হিলির সম্মুখ সমরে সুর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী দিবসটি পালিত হয়।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রশাসন, হাকিমপুর পৌরসভা, হাকিমপুর থানা, হাকিমপুর প্রেসক্লাব সহ বিভিন্ন দল এবং প্রতিষ্ঠান সম্মুখ সমরে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানান।
এসময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

মোসলেম উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ