উন্নতশীল দেশে উত্তরণের লক্ষে হিলিতে র্যালি
স্বল্পোন্নত দেশ থেকে উন্নতশীল দেশে উত্তরণের লক্ষে দিনাজপুরের হাকিমপুররে (হিলি) র্যালি, আলোচনা সভা ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় হিলি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি বন্দরের প্রধান প্রধান সড়ক পরিদক্ষিণ করে উপজেলায় উপস্থিত হয়।
এসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া দেশের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম, হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহারব হোসেন প্রতাব মল্লিক, উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ সহ অনেকেই।

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ