পঞ্চগড়ে ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার
পঞ্চগড়ে মো. আলমগীর (১৮) নামে এক ব্যাটারী চালিত অটো ভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বকশিগছ গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে ওই অটো ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর তেতুঁলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের সুরিগছ গ্রামের কাইমুল ইসলামের ছেলে। আলমগীর সাতমেড়া ইউনিয়নের পতিপাড়ায় তার নানা ইসার উদ্দীনের বাড়িতে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে বকশিগছ এলাকার রাস্তার পাশে একটি নালায় গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পঞ্চগড় সদর থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম জানান, আলমগীর পেশায় একজন অটো ভ্যান চালক ছিল। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি তাকে যাত্রী বেশে বকশিগছে এনে রাস্তার পাশের একটি বাঁশঝাড়ের নিচে নালার মধ্যে হত্যা করে পালিয়ে যায় দুবৃত্তরা। তবে তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে। মৃতদেহের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চগড় প্রতিনিধি