তেঁতুলিয়ায় চক্ষু ক্যাম্প ও ম্যাচিং অনুদান প্রদান
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পঞ্চগড়ে বিশেষায়িত চক্ষু ক্যাম্প ও চোখের ফ্রি অপারেশন করা হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাইন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন সমৃদ্ধি কর্মসূচির আওতায় গতকাল রোববার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুরে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান।
আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় এর আঞ্চলিক ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। ক্যাম্পের সার্বিক পরিচালনার ছিলেন আরডিআরএস বাংলাদেশ ভজনপুরের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী জনাব মো: কহিনুর ইসলাম। একই অনুষ্ঠানে ভজনপুর ইউনিয়নের বিশেষ সঞ্চয়কৃত অতিদরিদ্র মহিলা পরিবার ও প্রতিবন্ধি সদস্য বিশিষ্ট পাঁচটি পরিবারকে ম্যাচিং অনুদান হিসেবে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি