আইনজীবীর ভয়ে বাড়িছাড়া এক কলেজ শিক্ষক ও তার ভাই
পঞ্চগড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন আইনজীবীর লোকজন কর্তৃক মারপিট এবং সেই মামলা থানায় না নেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন একজন কলেজ শিক্ষক। রোববার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আইনগত সহায়তা না পাওয়ায় তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত তিনদিন ধরে তিনি ও তার ভাই নিজ বাড়িতে যেতে পারছেন না এবং বাড়িতে যারা অবস্থান করছেন তারা ভয়ে বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পঞ্চগড় জেলা শহরের হাজী সফির উদ্দিন আহমেদ বালিকা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিক্ষক ও পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের রায়পাড়া গ্রামের মুত ওয়ালিওর রহমানের ছেলে দেলোয়ার হোসেন বলেন, ওই এলাকায় প্রায় এক একর জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে একই এলাকার দুদকের আইনজীবী হাবিবুল ইসলামের সাথে। এ নিয়ে ২০১৬ সালে পঞ্চগড় আদালতে একটি বাটোয়ারা মামলা করলেও বিবাদী জেলা বারের সদস্য ও দুদকের আইনজীবী হওয়ায় কোন আইনজীবী তাদের পক্ষে দাঁড়ায়নি। নিরুপায় ভুক্তভোগী এক পর্যায়ে মামলা তুলে নিতে বাধ্য হন। সম্প্রতি ওই আইনজীবী পঞ্চগড় সেটেলমেন্ট অফিসে ওই জমি তাদের দাবি করে আপত্তি জানালে সহকারী সেটেলমেন্ট অফিসার বিষয়টি বেঞ্চ সহকারী আব্দুস সালাকে সরেজমিনে তদন্ত করার নির্দেশ দেন। আব্দুস সালাম তদন্ত করে জমিটি ওই আইনজীবীর নামে দখল দেখান। পরে দেলোয়ার এতে আপত্তি জানালে গত ২৫ মার্চ ওই আইনজীবীর লোকজন তাদের বর্গাচাষী আতারুল ইসলামের উপর হামলা করে। তাকে উদ্ধার করতে গেলে দেলোয়ারের ছোট ভাই আবুল কালাম আজাদকেও মারধর করে তারা। এ সময় তারা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে পরিবারের লোকজন তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ওই দিনই পঞ্চগড় সদর থানায় এজাহার দাখিল করেন দেলোয়ার। এ সময় পুলিশ থানায় মামলা না করে আদালতে মামলা করার পরামর্শ দেন বলে দাবি করেন ওই ভুক্তভোগী। এদিকে মামলা সংক্রান্ত বিষয়ে আইনজীবীদের সহযোগিতা না পাওয়ায় আশংকায় আদালতে মামলা করতে ভয় পাচ্ছেন তিনি।
তিনি আরও বলেন, আমরা এখন নিরাপত্তহীনতায় ভুগছি। আমরা দুই ভাই বাড়িতে যেতে পারছি না। আর বাড়িতে যারা আছে তারা বাড়ি থেকে বের হতে পারছে না। থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয় নি। আদালতে মামলাও করতে পারছি না। কারণ বিবাদী দুদকের আইনজীবী হওয়ায় মামলা করলে কোন আইনজীবীই আমাদের সহযোগিতা করে না। ২০০৯ সালে তাদের করা একটি মামলায় আমাদের পক্ষের ৯ জন জেলে ছিলো। ওই মামলাকে জিম্মি করে তারা আমাদের কাছে এক বিঘা জমি রেজিস্ট্রির মাধ্যমে লিখে নেয়। পরে মামলাটি আপোস করে। দুদকের আইনজীবীর প্রভাব খাটিয়ে যে দিনের পর দিন আমাদের উপর এভাবে নির্যাতন করে যাচ্ছে। আমরা এখন নিরাপত্তহীনতায় ভুগছি। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
পঞ্চগড় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, কোন আইনজীবী মামলা চালাচ্ছে না বিষয়টি ঠিক নয়। কারণ আইনজীবী হাবিবকে যারা সমর্থন করেছেন তাদের বাইরেও অনেক আইনজীবী রয়েছে।
এ বিষয়ে আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, তাদের সাথে জমি নিয়ে আমাদের বিরোধ রয়েছে। আমাদের কেনা ওই জমিটিতে আমাদের বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি আমরা। আমরা তাদের সাথে সংঘর্ষে জড়াই নি। বরং তারা সন্ত্রাসী ভাড়া করে এনে বার বার আমাদের উপর হামলা করেছে। একবার আমার বাবার হাত ভেঙে দিয়েছিল। তারা সেটেলমেন্ট অফিসের সামনে তাদের ভাড়া করা লোকজন রাখছে। আমি সেখানে যেতে পারছি না। তাদের সন্ত্রাসী বাহিনীর কারণে আমিই নিরাপত্তাহীনতায় ভুগছি। গত ২৫ মার্চ তারাই আমাদের লোকজনকে মারধর করে আবার তারাই ৯৯৯ ফোন দেয়। আমি পঞ্চগড় শহরে ছিলাম। আমি দুদকের আইনজীবী হিসেবে কোথাও প্রভাব খাটাই নি। প্রভাব খাটালে আমি সেটেলমেন্ট অফিসে যেতে পারছি না কেন? তারা সব জায়গায় মিথ্যে তথ্য ছড়াচ্ছে। বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে। তাদের অত্যাচারে আমি ঠিকভাবে কাজ করতে পারছি না। আর আইনজীবীদের সহযোগিতা পাচ্ছে না এটা সঠিক নয়। তারা মিথ্যে অভিযোগ দিয়ে বার বার একজন আইনজীবীকে হয়রানি করায় অনেকে আইনজীবী মামলা চালাতে রাজি হয় নি। এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত হলেই সব সত্য বেরিয়ে আসবে।
দিনাজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, হাবিবুল ইসলাম আমাদের আইনজীবী কিন্তু তিনি আমাদের পরিচয় ব্যবহার করে কোন ব্যক্তিগত কাজ করতে পারেন না। সুনির্দিষ্ট প্রমাণসহ বিষয়টি লিখিতভাবে আমাদের জানালে আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জানাবো।
পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, তার অভিযোগ সঠিক নয়। তিনি সেটেলমেন্ট বিষয়ে যে অভিযোগ দিয়েছিলেন আমরা সাথে সাথে প্রদক্ষেপ নিয়েছি।

পঞ্চগড় প্রতিনিধি