কাহালুর মালঞ্চায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বুধবার বগুড়ার কাহালুর মালঞ্চা বাজারে কাহালু থানা পুলিশের আয়োজনে ও ইউএনএফপিএ বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল, সন্ত্রাস, জাঙ্গীবাদ ও সামাজিক অবক্ষয় বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন (আই.জি.পি পদক প্রাপ্ত)। কাহালু থানার সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির এর সঞ্চালনায় উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপিএ বাংলাদেশ বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাসরিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুস ছালেক (তোতা), মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মর্জিনা বেগম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার নারী হেল্প ডেস্কের এস আই গুলবাহার খাতুন, এস আই হাফিজুর রহমান, নজমুল হোসেন, মালঞ্চা ইউ পি সদস্য খালেদা খাতুন, মালঞ্চা বাজার কমিটির সভাপতি ও সাবেক ইউ ি প সদস্য মতিউর রহমান সাঞ্জু, মালঞ্চা বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. সাখাওয়াত হোসেন মন্ডল প্রমূখ। কমিউনিটি সচেতনতামূলক সভায় অত্র ইউ পির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, বিভিন্ন পেশাজীবি ও এলাকার জনসাধারণ, মসজিদের ইমাম, কাজী অংশগ্রহন করেন।
সভায় প্রধান অতিথি সামাজিক অবক্ষয় রোধে নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, যৌন হয়রানি, মাদকদ্রব্যের কুফল সহ জঙ্গীবাদ ও সন্ত্রাস রোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধি