প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৭:৫১
মুজিব শতবর্ষ উপলক্ষে

পঞ্চগড়ে জেলা পরিষদ উদ্যোগে রিং স্লাব ও স্কুল ব্যাগ বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে জেলা পরিষদ উদ্যোগে রিং স্লাব ও স্কুল ব্যাগ বিতরণ

মুজিব শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা পরিষদ উদ্যোগে স্বাস্থ্যসম্মত টয়লেট নেই এমন দরিদ্র পরিবারের মাঝে রিং স্লাব ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলার সদর ও কামাত কাজলদিঘী ইউনিয়ন এবং পঞ্চগড় পৌর এলাকার ১৮০টি দরিদ্র পরিবারে ব্যবহারের জন্য এসকল রিং স্লাব প্রদান করা হয়।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে রিং স্লাব বিতরণ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। এ সময় জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আকতারুন নাহার  সাকী, কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাহার আলীসহ ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। পরে বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ও বড়শশি এবং দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নে মাধ্যমিক স্কুলের ২৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

 

উপরে