প্রকাশিত : ১ এপ্রিল, ২০২১ ১৭:৫৩

করোনাকে ঠেকাতে সাংবাদিকদের মাঝে হিলি কাস্টমসের মাস্ক বিতরণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
করোনাকে ঠেকাতে সাংবাদিকদের মাঝে হিলি কাস্টমসের মাস্ক বিতরণ
নতুন করে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করেছেন দিনাজপুরের হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম। 
 
বৃহস্পতিবার দুপুর ১২ টায় হিলি কাস্টমস কার্যালয়ে হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলনের হাতে মাস্ক তুলে দেন তিনি। 
 
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ডঃ আলতাফ, সহসভাপতি রবিউল ইসলাম সুইট, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, বাংলাভিশন টিভির হিলি প্রতিনিধি ইমাম কবির, ডিবিসি নিউজ চ্যানেলের হিলি প্রতিনিধি মাকসুদুল হক রুবেল, প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোসলেম উদ্দিন সহ প্রেসক্লাবের সকল সদস্য। 
 
হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম বলেন, বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাংবাদিকরা পোর্ট এবং সীমান্তে ঝুঁকির মধ্যে কাজ করে আসছে। তাদের নিরাপত্তার জন্যই  আজ তাদের মাঝে মাস্ক বিতরণ করা।
 
এছাড়াও হিলি সীমান্তে বিজিবি সদস্য, হাকিমপুর থানা, উপজেলা প্রশাসন এবং হিলি পানামা পোর্টের সকল সদস্যদের মাঝে মাস্ক বিতরণ করা হবে। 
 
তিনি আরও জানান, হিলি কাস্টমসের নিজ উদ্যোগে প্রায় ১২০০ মাস্ক বিতরণ করা হবে।
উপরে