প্রকাশিত : ৫ এপ্রিল, ২০২১ ১৫:৪২
লকডাউনে তৎপর প্রশাসন

সৈয়দপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অর্থদন্ড

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে সরকারি নির্দেশনা অমান্য করায় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির অর্থদন্ড

সরকারি ঘোষিত লকডাউন কার্যকর করতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপর রয়েছে। সোমবার সকাল থেকে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মো. নাসিম আহমেদ এবং সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম অভিযানে নামেন। অভিযানকালে লকডাউন না মেনে দোকানপাট খোলা রেখে ব্যবসা পরিচালনা এবং মাস্ক পরিধান না করায় দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও  কয়েকজন ব্যক্তির  ৪০ হাজার ৭ শ’ টাকা  জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার থেকে সরকার ঘোষিত লকডাউন চলাকালে সৈয়দপুর শহরের বিভিন্ন সড়কের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান মালিক তাদের ব্যবসা পরিচালনা এবং সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করে শহরে ঘোরাঘুরি করার সময়  অভিযান চালিয়ে ওই পরিমাণ  টাকা জরিমানা করা হয়।  অভিযানকালে ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) মো. রমিজ আলম ওই জরিমানা করেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসিম আহমেদ জানান, লকডাউন ও সরকারি নির্দেশনা কার্যকর করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

উপরে