প্রকাশিত : ৬ এপ্রিল, ২০২১ ১৬:১৩

বাকী জীবন আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি: এমপি মোশারফ

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
বাকী জীবন আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি: এমপি মোশারফ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, আমি আমার বগুড়ার বাসায় সামনে দাড়িয়েছিলাম হঠাৎ দেখি পা ভেঙ্গে যাওয়া ছাত্রদলকর্মী নুরুন্নবী একটি অটো রিশকা নিয়ে আমার বাসার সামনে এসে দাঁড়ালেন। আমি অবাক হয়ে গেলাম। তার রিশকার কাছে গিয়ে আমি দাঁড়ালাম। আমি ভাবলাম মানুষের প্রতি যে ভালবাসা বিলিয়ে দিচ্ছি আজ সেটা সার্থক হয়েছে। তা না হলে এত বড় একটা অসুস্থ ছেলে শুধু আমার সাথে  দেখা করার জন্য আমার বাসা পর্যন্ত চলে এসেছে। নুরুন্নবী পা ভেঙ্গে বগুড়া কিনিকে ভর্তি ছিল। আামি মাঝে মধ্যে তার খোঁজখবর নেওয়ার জন্য কিনিকে যেতাম। তার কোন চাহিদা নেই, সে  কিছু চায় না। কাহালু-নন্দীগ্রাম এলাকার মানুষের ভালবাসার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আমি ততদিন  মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।

 

উপরে