সৈয়দপুরে প্রথম দিনে কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ নিলেন ৩২২জন
সারাদেশের মতো গত বৃহস্পতিবার (৮এপ্রিল) থেকে নীলফামারীর সৈয়দপুরেও কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। প্রথম দিনে সৈয়দপুরের তিনটি টিকা প্রদান কেন্দ্রে মোট ৩২২ জন করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন।ওই দিন সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থাপিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা প্রদান কেন্দ্রে প্রথম করোনা ভাইরাস টিকা গ্রহন করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ব্যাংক রংপুর এর চীফ মেডিক্যাল অফিসার ডা. মো. মাহবুবুল হক দুলাল। এ সময় সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিরকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, মেডিক্যাল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. আবু তাহের সিদ্দিকীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর পর পরই একে একে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার এ. কে. এম রাশেদুজ্জামান রাশেদ প্রমূখ। গত বৃহস্পতিবার করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ প্রদানকালে টিকা কেন্দ্র পরিদর্শন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান প্রমূখ।
প্রসঙ্গত, নীলফামারীর সৈয়দপুর উপজেলায় তিনটি কোভিড-১৯ টিকাদান কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রটিও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। উল্লিখিত ২ টি টিকা প্রদান কেন্দ্রই সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। আর সম্মিলিত সামরিক হাসপাতালটি পরিচালিত হয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে। তবে ভ্যাকসিন ও লজিস্টিক সাপোর্ট দেয়া হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে।
যারা গত ২৭ জানুয়ারি এবং ৮ ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন গত ৮ এপ্রিল তাদের ৪৮৯ জনকে দ্বিতীয় ডোজের জন্য ম্যাসেজ দেয়া হয়। এদের মধ্যে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ১৮৩ জন, সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কেন্দ্রে ১৬৩ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতাল কেন্দ্রে ১৪৩ জন। উল্লিখিত সংখ্যক ম্যাসেজ প্রাপ্ত ১ম টিকা ডোজ গ্রহনকারীর মধ্যে প্রথম দিনে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ৮২ জন এবং সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২৪০জন করোনা ভাইরাস টিকা নিয়েছে ৩২২জন।
টিকা কেন্দ্র সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, প্রত্যেক টিকা গ্রহীতাকে মূল টিকা কার্ড ও এক কপি ফটোকপি সাথে নিয়ে টিকা কেন্দ্রে আসতে হবে। আর টিকা কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহনের কোন সুযোগ নেই। তবে চাকুরীজীবীদের ক্ষেত্রে বদলীজনিত কারণে টিকা কেন্দ্র পরিবর্তন করে টিকা গ্রহন করা যেতে পারে। আর এ জন্য তাঁর বদলীজনিত আদেশের ফটোকপি অবশ্যই প্রদর্শন করতে হবে।

ষ্টাফ রিপোর্টার