দিনে-দুপুরে হিলিতে ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা চুরি
দিনাজপুরের হিলিতে দিনে-দুপুরে এক ব্যবসায়ীর সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে হিলি বাজারের মেসার্স সুরমা ট্রেডার্সের মালিক জাহিদুল ইসলাম জাহিদের ব্যবসায়ী প্রতিষ্ঠানে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ জানান, শুক্রবার নামাজের দিন, দুপুরে আমি সহ কর্মচারীরা মসজিদে নামাজ আদায় করতে যায়। নামাজ শেষে এসে দেখি আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের তালা ভাঙা। পরে ভিতরের গ্রীলের তিনটি ডোয়ার ভাঙা। সকাল থেকে সকল বেচাকেনার সাড়ে ৪ লাখ টাকা নেই। এতো বড় ক্ষতি আমার কে করল। আমার তো অনেক ক্ষতি হয়ে গেলো।
এসময় ঘটনাস্থল পরিদর্শনে আসেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, তিনি জানান, শুক্রবার নামাজের দিন। আবার হিলিতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে এই প্রতিষ্ঠান সহ শহরের সব সিসি ক্যামেরা বন্ধ রয়েছে। সিসি ক্যামেরা চালু থাকলে,অবশ্যই কোন না কোন ক্যামেরায় চোরসহ টাকা উদ্ধার হতো।হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, দুপুরে চুরির ঘটনাটি জানার পর ঘটনাস্থলে থানার অফিসার সহ সঙ্গী ফোর্স পাঠিয়েছি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে চোরসহ টাকা উদ্ধারের চেষ্টা করবো।

হিলি (দিনাজপুর) প্রতিনিধি