প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১ ১৫:৫৯

সরকার ঘোষিত লকডাউনে জনশূণ্য পার্বতীপুর রেলওয়ে জংশন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
সরকার ঘোষিত লকডাউনে জনশূণ্য পার্বতীপুর রেলওয়ে জংশন

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনে দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর জনশূণ্য হয়ে পরলেও জনসচেতনার অভাবে জংশন সংলগ্ন শহরে ঢিলেঢালা ভাবে অতিবাহিত হচ্ছে লকডাউনের দিনগুলো। এ চিত্র গত কয়েক দিনের। স্বাস্থ্য সুুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রশাসনিকভাবে অভিযান পরিচালিত হলেও খুব একটা সুফল পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে না। আজ রবিবার দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত হয়েছে অভিযান। এ অভিযান চলাকালে স্বাস্থ্য বিধি মেনে না চলার অভিযোগে ৫ জনকে জরিমানা করা হয়েছে। প্রতিদিনই পরিচালিত হচ্ছে অভিযান। এ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে না চলার অপরাধে ৮০ জনকে জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ। আজ রবিবার দুপুরে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গণসচেতনতা সৃষ্টির জন্য উপজেলা প্রশাসন সর্বাত্নক প্রচেষ্ট চালিয়ে যাচ্ছে। এদিকে লকডাউন শুরুর প্রথম দিন থেকেই সকল যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকায় দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর জনশুণ্য হয়ে পড়েছে। পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্্ আল মামুন জানিয়েছেন, রেলওয়ে জংশনসহ পার্বতীপুর রেলওয়ে থানা এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণসহ গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থ্যার পক্ষ থেকে গণসচেতনতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালানো হলেও জনসাধারনের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে সচেতন মহলের মতে, করোনার হাত থেকে রক্ষা পেতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিৎ।

উপরে