বাবার মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চাইলেন এমপি মোশারফ
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন এর পিতা হামির উদ্দিন সরকার গত ১৯৯৬ সালের ১৪ এপ্রিল মারা যান। বাবার ২৫তম মৃত্যুবার্ষিকীতে তার পরিবারের পক্ষে সবার কাছে দোয়া চাইলেন এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন আল্লাহর কাছে প্রার্থনা করেন হে আল্লাহ আজ ১লা রমজান উপলক্ষে আমার বাবা-মাতা সহ যাদের পিতা-মাতা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। তার পরিবারের পক্ষে মৃতঃ পিতা ও মাতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন এম পি আলহাজ্ব মো. মোশারফ হোসেন ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি