শিবগঞ্জে ফসলী জমিতে শিল্প কলকারখানা করার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের গণেশপুর-রথবাড়ী পর্যন্ত ৩ কি.মি জুড়ে ফসলী জমিতে শিল্প কলকারখানা গড়ার লক্ষ্যে ৩ ফসলী কৃষি জমি অধিগ্রহণ করার প্রতিবাদে ৭ গ্রামের ৩ হাজার কৃষক সহ নারীরা মঙ্গলবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচি চলাকালে রথবাড়ী বাস স্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফালেয় আহমেদ সাবু, মোকামতলা ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান, মাস্টার জয়নাল আলী, সাইদুর রহমান, শ্রী প্রণয় সরকার, শ্রী নিশিকান্ত সরকার, শ্রী তনয় প্রাং, আওয়ামীলীগ নেতা মোকলেছুর রহমান মুন্নু, রাকিব আকন্দ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি