শিবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পৌরসভার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
বগুড়ার শিবগঞ্জ পৌরসভার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে বদলী হওয়ায় বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার পৌর ভবন চত্বরে মেয়র তৌহিদুর রহমান মানিক এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এমদাদ, রেজাউল করিম চঞ্চল, ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আমিনুল হক দুদু, উপজেলা কৃষকলীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাস্টার শাহিনুর ইসলাম, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মিনেরা বেগম, অলেদা বেগম ও ছামছুন্নাহার বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানে শিবগঞ্জ প্রেস কাবের পক্ষে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করেন সাংবাদিক আব্দুর রউফ রুবেল, পবন রায়, সাজু মিয়া, সোহেল আক্তার মিঠু, সোহেল রানা মিন্টু, সাহাবুদ্দিন শিবলী, আপেল মাহমুদ, আতিক রহমান প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ