নন্দীগ্রামে কুন্দারহাট বাজার ব্যবস্থাপনা পরিদর্শনে নবাগত ইউএনও
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর বিধিনিষেধে চলমান লকডাউনের প্রথম দিনে বগুড়ার নন্দীগ্রামে কুন্দারহাট বাজার ব্যবস্থাপনা পরিদর্শনে গিয়ে মাস্ক না পরার অপরাধে দুইজনকে জরিমানা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শিফা নুসরাত।
বুধবার দুপুরে উপজেলার কুন্দারহাট-বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি অর্থদন্ড করেন। এসময় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কুন্দারহাট বাজার ব্যবস্থাপনা পরিদর্শনে একসঙ্গে যান দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। নবাগত ইউএনও মোছা. শিফা নুসরাত এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। সঙ্গে ছিলেন থানার এসআই বিকাশ চন্দ্রসহ একদল পুলিশ। মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতে দু’জনের জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল ইসলাম জানান, এ উপজেলায় যোগদান করেই ইউএনও প্রথমদিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন। জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরির জন্য এ অভিযান চালানো হচ্ছে, পাশাপাশি মাস্ক বিতরণ করা হচ্ছে।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি