পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড দণি খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই এলাকার রশিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা-মা ঢাকায় একটি গার্মেন্ট কারখানায় কাজ করেন। গত ৮ মাস ধরে শিশুটি তার দাদা-দাদির কাছে রয়েছে। বুধবার সকালে আব্দুল্লাহ বাড়ির উঠানে খেলা করছিল। খেলা করার এক পর্যায়ে শিশুটি সবার অগোচরে বাড়ির বাইরে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পর আব্দুল্লাহকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশ্রাফুল ইসলাম পুকুরের পানিতে পড়ে শিশু আব্দুল্লাহ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পঞ্চগড় প্রতিনিধি