দুপচাঁচিয়ায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৪
দুপচাঁচিয়া থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্টের আসামী সহ মোট ১৪জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ১’শ গ্রাম গাঁজা সহ দুবড়া গ্রামের মজনু সাখিদার(৩৪), ১’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কাহালুর পিলকুঞ্জ গ্রামের জুলফিকার আলী বিদ্যুৎ(৩২), মাদক মামলায় মহলদারপাড়া গ্রামের শাহিদা বিবি ওরফে ধলি(৫৫), ইব্রাহীম আলী মহলদার ওরফে রনি(৩২), ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী দুপচাঁচিয়ার মন্ডলপাড়ার ইব্রাহীম আলী বাপ্পি, ওয়ারেন্টের আসামী ধাপসুখানগাড়ীর জসিম উদ্দিন, সুখানগাড়ী গ্রামের আনিছুর রহমান, উপজেলা সদরের স্বদেব চন্দ্র দাস, উত্তম কুমার মালী, ইসমাইল হোসেন, হাটসাজাপুর গ্রামের নান্টু মন্ডল, এরশাদ প্রাং, ইব্রাহীম হোসেন ও হেরুঞ্জ গ্রামের আব্দুল মান্নান।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলী মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের আসামী সহ ১৪জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি