শিবগঞ্জে প্রাক্তন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন এর মৃত্যুতে বিভিন্ন মহলে শোক
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের আলিয়ারহাট সোনা দেউল গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিাহে........ রাজেউন)।
শনিবার আলিয়াহরহাট রোকেয়া-ছাত্তার মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ হৃদ রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোকাগত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, শিবগঞ্জ এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, মরহুমে ভ্রাতা কেন্দ্রীয় যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন স্বরাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মনোয়ার হোসেন, আটমূল ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, সাজু মিয়া প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি