শেরপুরে স্বেচ্ছাসেবকলীগের তিন নেতাকর্মীর কাছে বার্মিজ চাকুর সঙ্গে মিলল মাদক
বগুড়ার শেরপুরে লকডাউন ভাঙার দায়ে হাইওয়ে পুলিশের চেকপোস্টে আটক হওয়া স্বেচ্ছাসেবকলীগ নেতা ও তার দুই সহযোগির কাছে বার্মিজ চাকুর সঙ্গে মিলল রকমারি মাদক।
শনিবার (১৭এপ্রিল) বেলা বারোটার দিকে এই তিন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দিয়ে বগুড়ায় আদালতে পাঠানো হয়।
এরআগে শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর দুগ্ধ খামার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্টে তাদের আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা একটি বার্মিজ চাকু, তিন পুরিয়া গাঁজা, তিন পিস ইয়াবা উদ্ধার হয়। সেইসঙ্গে একটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা ও রহিমাবাদ গ্রামের মনির হোসেনের ছেলে বেলাল হোসেন (৩০), তার সহযোগি একইগ্রামের সাগর আহমেদের ছেলে হৃদয় হাসান (২০) ও ধুনট উপজেলা সদরের মংলা সরকারের ছেলে আমিনুল ইসলাম (৩২)।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করে জানান, চলমান লকডাউন ভেঙে একটি মোটরসাইকেলযোগে আটক তিন ব্যক্তি শেরপুর শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে বসানো হাইওয়ে পুলিশের চেকপোস্টে আটকে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের কারণে উত্তেজিত হয়ে ওঠেন তারা। এছাড়া ওইসব ব্যক্তির কর্মকা- সন্দেহজনক হওয়ায় শরীরে তল্লাশি চালানো হয়। এসময় তাদের নিকট থেকে বার্মিজ চাকু ও রকমারি মাদক উদ্ধার হয়। পরে হাইওয়ে পুলিশ তাদের আটক করে শেরপুর থানায় হস্তান্তর করেন। সেইসঙ্গে হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন বলে জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি