পঞ্চগড়ে অসহায় মানুষদের পাশে হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় টানা আট দিনের লকডাউনে চরম ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া দুস্থ ও অসহায় মানুষগুলো। এসব অসহায় মানুষগুলোর পাশে খাবার সামগ্রী নিয়ে হাজির হয়েছে হৃদয়ে গ্রাম বাংলা ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু ও তেল।
শনিবার সকাল ৭টা থেকে সংগঠনের সদস্যরা ব্যাটারিচালিত ভ্যান ও মোটরসাইকেল যোগে পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ও ধাক্কামারা এবং বোদা উপজেলার ঝলই শালসিড়ি ও ময়দানদিঘী ইউনিয়নের ২৫০টি গরীব-অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ত্রান বিতরণ অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি, ট্রেজারার আহসান হাবীবসহ স্থানীয় গণমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সংগঠনটির ত্রান বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা জ্যোতিষ চন্দ্র রায় ফাউন্ডেশনের সদস্যদের হাতে দুই বস্তা চাল তুলে দেন।
করোনা মোকাকেলায় সরকার ঘোষিত লকডাউনে ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনটির ট্রেজারার আহসান হাবীব।
উল্লেখ্য, করোনা ভাইরাসের শুরু থেকেই সংগঠনটি অসহায় ছিন্নমূল মানুষের মাঝে ত্রান সামগ্রী থেকে শুরু করে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করে আসছে।

পঞ্চগড় প্রতিনিধি