পঞ্চগড়ে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
পঞ্চগড়ের মৌসূমের প্রথম কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার রাতে কালবৈশাখী ঝড়ে উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর মধ্যে ভূট্টা, মরিচ, টমেটো, বাদাম, শষা ক্ষেত বেশি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া আম ও লিচুর গুটি ছিড়ে পড়েছে। একই সঙ্গে বৃষ্টির সাথে জেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে।
প্রচন্ড ঝড়ে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের ভাটা পুকুরী উচ্চ বিদ্যালয়ের টিনের চালা উড়ে গেছে। একই উপজেলার মাগুড়া ইউনিয়েনের রজলী খালপাড়া এলাকায় একটি পাকা বাড়ি ভেঙ্গে গেছে। এছাড়া বিভিন্ন স্থানে অনেক আধাপাকা বাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। ঝড়ের সময় সঞ্চালন লাইনে গাছপালা ও বাঁশ উপরে পড়ে ফলে বিদ্যুৎবিহীন ছিল পুরো জেলা। গভীর রাতে সীমিত পরিসরে পঞ্চগড় শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু করে নেসকো। তাৎক্ষণিকভাবে ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কৃষি বিভাগ ও জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেণ কেন্দ্রের সিনিয়র সহকারী আবহাওয়া পর্যবেক জিতেন্দ্র নাথ জানান, শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলমান বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০ মিলিমিটার। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪৭ কিলোমিটার।
জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন জানান, ঝড় ও শিলাবৃষ্টিতে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে। উঠতি কিছু ফসলের ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছে।

পঞ্চগড় প্রতিনিধি