কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিলেন এম পি মোশারফ হোসেন
রোববার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের টিকাদান কেন্দ্রে গিয়ে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর দ্বিতীয় ডোজ টিকা নিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. মোশারফ হোসেন ও তার সহর্ধমিনী সাবিয়া সুলতানা (শম্পা)।
এম পি মোশারফ হোসেন টিকা নেওয়ার পর বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মুত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। তিনি আরও বলেন, আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘর থেকে বাহির হতে মাস্ক পড়ি।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ