নন্দীগ্রামে ১ হাজার ৮শ কৃষক পেলো বিনামূল্যে সার ও বীজ
বগুড়ার নন্দীগ্রামে প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র ১ হাজার ৮শ কৃষক কৃষাণীর মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রত্যেক কৃষককে উচ্চফলনশীল আউশ ধানের বীজ ৫ কেজি, ডি.এ.পি সার ২০ কেজি ও এম.ও.পি সার ১০ কেজি করে দেওয়া হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র আনিসুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা আ.লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আদনান বাবু, উপজেলা কৃষকলীগের সভাপতি মো: সফিকুল ইসলাম (সফিক) প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি