পার্বতীপুরে চাকুরী দেওয়ার প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ
দিনাজপুরের পার্বতীপুরে এক মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে চাকুরী দেওয়ার প্রলোভনে ৮ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। একই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ এমদাদুল হক মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিতভাবে এ অভিযোগ করেছেন।
জানা গেছে, পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি গ্রামের আইনুল হুদা হাফিজ (বিএ) মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলামের বিরুদ্ধে চাকুরীর প্রলোভন দিয়ে ৮ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একই মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ এমদাদুল হক লিখিকতভাবে জানিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ এমদাদুল হকের পুত্রকে সিটি ব্যাংকে চাকুরীর প্রলোভন দেখিয়ে একই মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ বিকাশ, কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন উপায়ে মোট ৮ লক্ষ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন। বারবার তাগাদা দেওয়ার সত্বেও তিনি পুরো টাকা পরিশোধ করছেন না। চাকুরীর প্রলোভন দিয়ে টাকা নেওয়ার পর সিটি ব্যাংকের একটি নিয়োগ পত্র দেওয়া হলেও পরে নিয়োগ পত্রটি যাচাই-বাছাই করে তা ভূয়া বলে প্রমাণিত হয়। তারপর থেকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও তিনি আজ পর্যন্ত পুরো টাকা পরিশোধ করেননি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে, কমিটির সভাপতি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান। যোগাযোগ করা হলে অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বলেন, আমি টাকার মধ্যস্থতাকারী ছিলাম।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ