কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা নিয়ে ‘সেবা’
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে চলমান লকডাউনে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম মোহন-এর মানবিক সাহায্য সংগঠন ‘সেবা’।
বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া পৌরসভার ২০নং ওয়ার্ডের কৈ-পাড়ায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
বিতরণকৃত প্রতিটি ব্যাগে ছিল প্রয়োজনীয় ১৪টি খাদ্য উপকরণ। সেবা’র আয়োজনে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সেবা’র উদ্যোক্তা জননেতা মঞ্জুরুল আলম মোহন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও আক্রান্ত। জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা সংক্রমণ এবং মৃত্যুহার কমাতে সরকার লকডাউন দিতে বাধ্য হয়েছে, আমাদের সবার উচিত সরকারের লকডাউন মেনে চলা এবং একে অপরের পাশে দাঁড়িয়ে সহায়তা করা। আমরা বিজয়ী জাতি, সম্মিলিত ভাবে আমরা এ যুদ্ধেও জয়ী হবো।
খাদ্য সহায়তা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন-শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, সহ- সভাপতি আব্দুল মতিন প্রামাণিক, যুবলীগ নেতা লতিফুল করিম, রেজাউল করিম খোকন, কে এম সজল, আরিফুল ইসলাম সুমন, রুবেল সরকার, জহির রায়হান ফরহাদ, আব্দুল্লাহ আল বাছির বাপ্পী, মুক্তার হোসেন, শুভ, সঞ্জয়, ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রাসেল, জাকিউল আলম জনি, সিদ্ধার্থ কুমার দাস, পার্থ, রিয়েল, তানজিম, সালমান, মাহফুজার সহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি