হিলি সীমান্তে ফেন্সিডিল নিয়ে মহিলাসহ গ্রেফতার ৩
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১৮৭ বোতল ফেন্সিডিল নিয়ে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আটককৃতরা, হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেপুরের (জিলাপিপট্টি) নুর ইসলামের ছেলে রাসেল আহম্মেদ ধলু (২৫), দক্ষিণ বাসুদেব পুরের ( মহিলা কলেজ পাড়া) মৃত ফজলু হকের ছেলে রায়হান শেখ (৩৮)ও বগুড়ার মালিগ্রামের (সিদ্দিক মোড়) মৃত দেলোয়ার রহমানের স্ত্রী মিলন বেগম (৪৫)।
শুক্রবার সকালে হিলি জিলাপিপট্টি ধলুর বাড়ি থেকে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ ২জন পুরুষ এবং পৃথক অভিযানে সীমান্তের সাতকুড়ি গ্রাম থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মহিলাকে পুলিশ আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর (হিলি) থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে হিলি দক্ষিণ বাসুদেব পুর (জিলাপিপট্টি) ধলুর বাড়িতে অভিযান পরিচালনা করি, অভিযান চালিয়ে ১৩৭ বোতল ফেন্সিডিলসহ ধলু ও রায়হানকে গ্রেফতার করি। এদিকে অপর এক অভিযানে সীমান্তের সাতকুড়ি গ্রামে সকাল ৯ টায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মিলন বেগমকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে দিনাজপুর জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

হিলি দিনাজপুর প্রতিনিধি