অপরাধ মুক্ত কাহালু গড়ার লক্ষ্যে কাজ করছেন ওসি
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় কাহালু উপজেলাকে মাদক, জুয়া, অপরাধ মুক্ত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন (আইজিপি পদক প্রাপ্ত)। ২/১ দিন পরপর কাহালুু থানা অফিসার ইনচার্জ (ওসি) তার কার্যালয়ে সকল এস আই, এ এস আইদের নিয়ে কাহালু উপজেলাকে মাদক, জুয়া, অপরাধ মুক্ত করার জন্য দিক-নির্দেশনা মূলক পরামর্শ দেন। এছাড়াও কাহালু উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে ওসি মো. আমবার হোসেন এর দিক-নির্দেশনায় কাহালু পৌরসভা সহ উপজেলার ৯টি ইউনিয়নে থানা পুলিশ প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন এবং মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন (আইজিপি পদক প্রাপ্ত) এর সাথে কথা বলা হলে তিনি বলেন, আইজি স্যারের নির্দেশ বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে। যেহেতু আমি কাহালু থানার দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমি কাহালু উপজেলাকে মাদক মুক্ত করার জন্য আমি সহ থানার পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আমবার হোসেন (আইজিপি পদক প্রাপ্ত)কে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুর অর রশিদ, সেকেন্ড অফিসার মো. আবু শাহিন কাদির সহ থানার সকল এস আই, এ এস আই ও পুলিশ সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি