নিখোঁজের একদিন পর হিলিতে আদিবাসী কিশোরী উদ্ধার
দিনাজপুরের হিলিতে নিখোঁজের একদিন পর আদিবাসী কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত কিশোরী হিলির বানার পাড়া আদিবাসী গ্রামের বেনেদি খুজুরের মেয়ে আন্জনা খুজুর (১৫)।
শুক্রবার দুপুরে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার কদমতলী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ।
তিনি জানান, গত বুধবার দিবাগত রাতে আদিবাসী কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর দিন তার পরিবার থানা একটা মিসিং ডাইরি করেন। আদিবাসী কিশোরীটি অনেকটা প্রতিবন্ধী। মেয়েটির নিকট একটা মোবাইল ছিলো। সেই মোবাইলের নাম্বারটি প্রযুক্তি ব্যবহার করে আজ দুপুরে ঘোড়াঘাট কদমতলী নামক স্থান থেকে এসআই হামিদুল ইসলাম, এএসআই হুসনেয়ারা বেগমের নেতৃত্বে পুলিশ সদস্যদের নিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আদিবাসী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে তার মা ও তাদের গীর্জার সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

হিলি দিনাজপুর প্রতিনিধি