বগুড়ায় ভিবিডি’র উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ
বগুড়ায় জাগো ফাউন্ডেশনের ইয়ূথ উইংস ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বগুড়া জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে শহরের এসপি ব্রিজ সংলগ্ন এলাকায় প্রায় অর্ধশতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে মানুষের দ্বারে দ্বারে গিয়ে স্বাস্থ্যবির্ধি মেনে প্রধান অতিথি হিসেবে এই সামগ্রী পৌঁছে দেন সংগঠনের উপদেষ্টা ও রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ।
এসময় তিনি বলেন, করোনাকালীন এই সময়ে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত হাজারো মানুষ নিরবে অতিকষ্টে জীবন যাপন করছেন। এরই মাঝে পবিত্র মাহে রমজানে মানুষের দ্বারে দ্বারে এই সামগ্রী পৌঁছে দেয়া এটি আত্মিক প্রশান্তির বিষয়। শুধু তাই নয় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যে তিনি সমাজের সকলকে মানবিক আহ্বান জানান।
বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন ভিবিডি রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মিজানুর রহমান, সংগঠনের জেলা শাখার সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক সুলতানা, প্রজেক্ট অফিসার ইয়ামিতুল, সঙ্গীত প্রমুখ।

ষ্টাফ রিপোর্টার