সিরাজগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার নাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম।
নিহতরা হলো- উপজেলা নাড়ুয়া গ্রামের আবুল হাশেমের মেয়ে আয়শা মনি (৫) ও বেংনাই গ্রামের সেলিম আহম্মেদের ছেলে হানজেলা (৪)।
ওসি শহিদুল বলেন, নিহতরা সর্ম্পকে খালাতো ভাইবোন। শুক্রবার সকালে তারা বাড়ির পাশে একটি খালে গোসল করার সময় সকলের অগোচরে পানিতে তলিয়ে যায়। মরদেহ ভেসে ওঠার পর স্বজনরা বিষয়টি জানতে পারে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অনলাইন ডেস্ক