সাপাহারে এবারে জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা, সর্বোচ্চ ২৩১০ টাকা
নওগাঁর সাপাহার উপজেলায় এবছর পবিত্র রমজান মাসে ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতি আলোচনা স্বাপেক্ষে জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ ২৩১০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় উপজেলার বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বসে বর্তমান চাউল, আটা ও গমের বাজার দর মোতাবেক প্রতি জন মানুষের জন্য সর্বনিম্ন ৬০ টাকা ও উন্নতমানের খেজুর, যব, পনির ও কিসমিস এর বাজার দর পর্যালোচনা করে সর্বোচ্চ ২৩১০ টাকা জন প্রতি ফিতরা নির্ধারণের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ সময় উক্ত ফিতরা নির্ধারণ বৈঠকে উক্ত সমিতির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম ও মাওলানা ইউসুফ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা আকরাম বীন আনসারী উপজেলা সদরের পেশ ইমাম ও সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি