কিশোরগঞ্জে কিন্ডার গার্টেন শিক্ষকদের অর্থনৈতিক সংকট উত্তরণে মতবিনিময় সভা
কিশোরগঞ্জ পাবলিক স্কুলে শুক্রবার বিকালে কিন্ডারগার্টেন শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘করোনাকালীন শিক্ষার মান উন্নয়ন ভাবনা ও কিন্ডার গার্টেন শিক্ষকদের অর্থনৈতিক সংকট উত্তরণ উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস কাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফজল কাদির।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, বিশিষ্ট কলামিস্ট আব্দুল মান্নান, সোনামণি আইডিয়াল স্কুলের পরিচালক আলী আকবর, কিশোরগঞ্জ পাবলিক স্কুলের পরিচালক মোঃ ফেরদৌস আলম প্রমুখ। শেষে সকল শিক্ষকদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট কিশোরগঞ্জ শিক্ষা উন্নয়ন সমিতি গঠন করা হয়। এতে মোঃ রুহুল আমীনকে সভাপতি ও গোলাম মওলাকে সাধারণ সম্পাদক করা হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি