কিশোরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চালে অতিরিক্ত ২০ টাকা গ্রহণের অভিযোগ
৩০ কেজি চালের মূল্য ৩শ’ টাকা হলেও নেয়া হচ্ছে ৩২০ টাকা। অন্যদিকে অনলাইন চার্জের কথা বলে অতিরিক্ত আরও ২০ টাকা করে নেয়ারও অভিযোগ উঠেছে। খাদ্য বান্ধব কর্মসূচির ডিলাররা চাল বিতরণের সময় কৌশলে এ টাকা নিয়ে থাকে বলে উপকারভোগীরা অভিযোগ তুলেছে। ডিলারদের অনিয়মের ফলে খাদ্য বান্ধব কর্মসূচিটি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপকারভোগীদের মাঝে অতিরিক্ত টাকা আদায়ের যেন নিয়মে পরিণত হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলার ৫৩ জন ডিলার রয়েছে। প্রতিটি ডিলারের অনুকূলে কার্ড সংখ্যা অনুযায়ী এ কর্মসূচির চাল বরাদ্দ দেয়া হয়।
গত রবিবার উপজেলার চাঁদখানা ইউনিয়নের বুড়িরহাট এলাকার ডিলার খলিলুর রহমান তার বরাদ্দকৃত ১২ মেট্রিক টন চাল উত্তোলন করে বিতরণ পয়েন্টে নিয়ে যায়। সোমবার ১৯ এপ্রিল সকাল থেকে ৪শ’ জন সুবিধাভোগীর চাল বিতরণ করা হয়। চাল বিতরণের সময় তদারকি কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত হয়ে চাল বিতরণের নিয়ম থাকলেও ওই তদারকি কর্মকর্তা সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেন অনুপস্থিত ছিলেন। সরকারী নিয়ম অনুযায়ী ৩০ কেজি চালের মূল্য ৩ শ’ টাকা নির্ধারণ করা হলেও ডিলার খলিলুর রহমান ৩ শ’ টাকার পরিবর্তে চাল বিতরণের সময় উপকারভোগীদের নিকট থেকে ২০ টাকা করে হাতিয়ে নেয়। খাদ্য অধিদপ্তর সম্প্রতি সুবিধাভোগীদের অনলাইনে তালিকা নিশ্চিত করার জন্য ডিলারদের নির্দেশ দেন । এ সুযোগকে কাজে লাগিয়ে ওই ডিলার সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত আরও ২০ টাকা করে নেয়। ৩০ কেজি চালের দাম ৩০০ টাকা হলেও ওই ডিলার নিচ্ছে ৩২০ টাকা। যেন অনিয়মেই তার কাছে নিয়ম। বিষয়টি অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান কে জানানো হলে- তিনি তাৎক্ষনিক ওই ডিলারকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা এবং কোন অনলাইন চার্জ বাবদ টাকা না নেয়ার জন্য নির্দেশ দেন। কিন্তু ওই ডিলার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশ অমান্য করে অনলাইন চার্জ বাবদ ২০ টাকা ও ৩০ কেজি চালের মূল্য ৩ শ’ টাকার পরিবর্তে ৩ শ’ ২০ টাকা উত্তোলন করতে থাকেন।
এদিকে উত্তর চাঁদখানা করুনা বাবুর পাড়ার সুবিধাভোগী বীরেন্দ্র নাথ রায়ের ছেলে নৃপেন রায় (৪০),কার্ড নং- ১৩৩০,একই এলাকার অশ্বনী রায়ের ছেলে হিরালাল (৫০), কার্ড নং- ১৩৩৩ ও সাড়োভাষা বর্মচর এলাকার করুনা কান্ত রায়ের ছেলে নারায়ন চন্দ্র (৫০) বলেন, প্রতিবার চাল তোলার সময় ডিলার খলিলুর রহমান লিটন ৩০ কেজি চাল ৩ শ ২০ টাকা করে নেন। বস্তার জন্য তারা এ ২০ টাকা করে নেয় বলে উপকারভোগীরা জানান।
এদিকে এবার চাল দেয়ার ২ দিন আগে জাতীয় পরিচয় পত্রের ফটোকপির সাথে অনলাইন চার্জ বাবদ ২০ টাকা করে নিয়েছে। একই ভাবে অভিযোগ করেছেন, উত্তর চাঁদখানা করুনা বাবুর পাড়ার সুবিধাভোগী জিতেন চন্দ্র রায়ের স্ত্রী আরতী রানী (৪৫) চাঁদখানা কলেজ গেটের ডিলার ফিকরুল ইসলাম দুলালের বিরুদ্ধে। তিনিও একই ভাবে সকল সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেছেন।
এ ব্যাপারে ডিলার খলিলুর রহমানের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি শুধু অতিরিক্ত টাকা নেই না, আমার পাশের ডিলার হাসানুজ্জামান সান্টুও নেয়। বস্তার টাকা সব ডিলারেই নেয়। আমার যা হবে সবারেই তা হবে।
চাঁদখানা কলেজ গেটের ডিলার ফিকরুল ইসলাম দুলাল অভিযোগ অস্বীকার করে বলেন-আমি কোন সুবিধাভোগীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেই না। কেউ অভিযোগ দিলে তা আমার করার কিছু নাই।
চাঁদখানা ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচীর তদারকি কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোতাহার হোসেনের সাথে কথা বলার জন্য তার মুঠো ফোনে (০১৭১৯৮৫৮৯৬৬) চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করার কারণে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন- অনলাইন চার্জ বাবদ কোন টাকা নেয়ার নিয়ম নেই। ৩০ কেজি চালের মুল্য ৩২০ টাকা নেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান- কেজি প্রতি ১০ টাকার বাহিরে কোন টাকা নেয়ার সুযোগ নেই। কোন ডিলার অতিরিক্ত টাকা নিলে তাদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার রোকসানা বেগম বলেন- কোন উপকারভোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি