পঞ্চগড়ে নারী ও কিশোরীদের সচেতনতায় আবারও মাঠে নামছেন জাফরিন আক্তার
‘মেয়েকে বাঁচাও, মেয়েকে পড়াও, দেশ থেকে বাল্যবিবাহ দূর হটাও’ শ্লোগানে বাড়ি বাড়ি গিয়ে নারীদের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে আসা পঞ্চগড়ের সেই জাফরিন আক্তার আবারও নারী ও কিশোরীদের স্বাস্থ্যসেবা নিয়ে ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্ব নিয়েই তিনি গত দুই বছর ধরে সংগঠনের সদস্যদের নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন। সেখানে নারী-কিশোরীদের নিয়ে উঠোন বৈঠকের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সেবা, নারী শিক্ষা, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে উঠোন বৈঠক করে আসছিলেন। এসময় কিশোরীদের মাঝে বিনামূল্যে তিনি স্যানিটারী ন্যাপকিনও বিতরণ করেন। তার এই সচেতনতামূলক কার্যক্রমে বেশ সাড়া পরলেও দেশে করোনা ভাইরাসের কারনে গত এক বছর থেকে তার এই স্বাস্থ্যসেবা কার্যক্রম স্থগিত ছিল।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাফরিন আক্তার জানান, করোনায় কারণে এক বছর আমি গ্রামে যেতে পারিনি। তবে করোনাকালে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধিগুলো বিষয়ে সচেতনতার কাজ করেছি। চলতি কঠোর লকডাউনের মেয়াদ শেষ হলে আমি স্বাস্থ্যবিধি মেনে চলে গ্রামে গ্রামে গিয়ে আবারও নারী কিশোরীদের নিয়ে স্বাস্থ্য সেবা প্রোগ্রাম পরিচালনা করবো।

পঞ্চগড় প্রতিনিধি