শিবগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, ৪ নারীসহ আহত ৫
বগুড়ার শিবগঞ্জ সদর ইউনিয়নের পূর্বজাহাঙ্গীরাবাদ আমতলী বড় বাজার গ্রামের সীমানা প্রাচীরের ছাউনী দেওয়া কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৪ নারী সহ ৫ জন আহত হয়েছে।
জানা যায়, পূর্বজাহাঙ্গীরাবাদ আমতলী বড় বাজার গ্রামের ছলেমান আলীর ছেলে ফজলু মিয়া (৪০), মৃত: ছাত্তার এর ছেলে মোঃ শুকড়া (৪৫), মফিজার রহমান মেয়ে মোছাঃ সাথী খাতুন (২০), রাজ্জাক এর ছেলে সৈকত আলী (১৮) সহ ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতে লাঠি-শোটা নিয়ে একই গ্রামের মৃত: মোজাম্মেল হক এর ছেলে সিজু (৩০) এর বাড়িতে হামলা চালায়। এসময় প্রতিপক্ষ লাঠি-শোটা দিয়ে সিজু, সহ তার স্ত্রী নাছিমা বেগম, বোন মোসলেমা খাতুন, ফুফাত বোন সজিনা খাতুন, মা মাজেদা বেগম বেধরক ভাবে পিটিয়ে গুরুতর আহত করে।
বিষয়টি নিয়ে সিজুর সাথে কথা বললে তিনি বলেন, প্রতিপক্ষরা হঠাৎ করে হামলা চালিয়ে আমাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাঠ করে। প্রতিপক্ষরা আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাটের ঘটনা ঘটায়। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি