নীলফামারীর কিশোরগঞ্জে প্রায় ৫৭ হাজার পরিবার ঈদ উপহার পাচ্ছে ২কোটি ৫৫ লক্ষ টাকা
ঈদ উল ফিতর উপলক্ষে পরিবার প্রতি সরকারি ভাবে পাচ্ছে ৪ শ’ ৫০ টাকা। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৫৬ হাজার ৫ শ’ ৪৭ টি পরিবার পাচ্ছে ২ কোটি ৫৪ লক্ষ ৪৬ হাজার ১ শ’ ৫০ টাকা। ঈদের আগেই এ টাকা উপকারভোগীদের হাতে তুলে দিতে উপজেলা মানবিক সহায়তা কমিটি আজ শনিবার (২৪ এপ্রিল) সভা করেছে।
২০২০-২০২১ অর্থবছরে ঈদ উল ফিতর উপলক্ষে দরিদ্র ব্যক্তির পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় এ উপজেলায় ৫৬ হাজার ৫ শ’ ৪৭টি কার্ডের বিপরিতে কার্ড প্রতি ৪৫০ টাকা হারে ২ কোটি ৫৪ লক্ষ ৪৬ হাজার ১৫০ টাকা বরাদ্দ দেয়া হয় । এ কার্ডগুলো ২০১১ আদমশুমারী অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে বিভাজন করা হয়। ফলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ৫ হাজার ৪৭০ টি পরিবার পাচ্ছে ২৪ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা, পুটিমারী ইউনিয়নের ৭ হাজার ২০০ পরিবার পাচ্ছে ৩২ লক্ষ ৪০ হাজার টাকা, নিতাই ইউনিয়নের ৫ হাজার ৮১০ পরিবার পাচ্ছে ২৬ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা, বাহাগিলী ইউনিয়নের ৫ হাজার ৩১৫ পরিবার পাচ্ছে ২৩ লক্ষ ৯১ হাজার ৭৫০ টাকা, চাঁদখানা ইউনিয়নের ৫ হাজার ৬৮৬ পরিবার পাচ্ছে ২৪ লক্ষ ৬১ হাজার ৫০০ টাকা, কিশোরগঞ্জ ইউনিয়নের ৭ হাজার ৭৯৫ পরিবার পাচ্ছে ২৫ লক্ষ ৫৮ হাজার ৭০০ টাকা, রনচন্ডী ইউনিয়নের ৫ হাজার ৫৭৫ পরিবার পাচ্ছে ৩৫ লক্ষ ০৭ হাজার ৭৫০ টাকা, গাড়াগ্রাম ৬ হাজার ৬০ পরিবার পাচ্ছে ২৫ লক্ষ ০৮ হাজার ৭৫০ টাকা ও মাগুড়া ইউনিয়নের ৭ হাজার ৬৩৬ পরিবার পাচ্ছে ২৭ লক্ষ ২৭ হাজার টাকা। উপজেলার ৫৬ হাজার ৫ শ’ ৪৭টি পরিবার পাচ্ছে ঈদ উপহারের ২ কোটি ৫৪ লক্ষ ৪৬ হাজার ১৫০ টাকা টাকা। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ শনিবার দুপুরে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হাসনাত সরকার।
ঈদের আগেই উপকারভোগীদের হাতে টাকা তুলে দিতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু ও শাপলা বেগম, উপজেলা ইউপি চেয়ারম্যান কমিটির সভাপতি আলহাজ্ব ফজলার রহমান, সাধারণ সম্পাদক আনিছুল ইসলাম আনিছসহ সকল চেয়ারম্যানবৃন্দ।ঈদের আগেই দরিদ্র পরিবারগুলোকে সরকারিভাবে দেয়া জনপ্রতি ৪৫০ টাকা করে হাতে তুলে দিতে আজ সভা শেষে উপকারভোগীদের তালিকা চেয়ে সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের চিঠি দেয়া হয়েছে বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়।

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি