বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের মাস্ক বিতরণ
বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ জনগণের মাঝে প্রচার প্রচারনা চালানে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১২টায় বগুড়া শহরের সাতমাথা, থানারোড, জিলা স্কুল সড়কসহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ ছাড়াও স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলতে বলা হয়। কোনভাবেই মাস্ক ছাড়া ঘরের বাহিরে বের হওয়া যাবে না বলে প্রচার প্রচারনা করা হয়।
মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সহ সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, কোষাধ্যক্ষ রবিউল আলম অশ্রু, দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আসাদুর রহমান খোকন, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, আদিবাসি জনগোষ্ঠির গবেষক লেখক নজরুল ইসলাম, ফাল্গুণী থিয়েটারের ওয়রেজ ভুট্টসহ বিভিন্ন সংগটনের নেতৃবৃন্দ।

ষ্টাফ রিপোর্টার