বিরামপুরে আগাম জাতের বোরো ধান কাটা শুরু
বিরামপুর উপজেলায় আগাম জাতের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের আশাতীত ফলন ও অধিক বাজার মূল্য পেয়ে কৃষকরা পুলকিত হয়ে উঠেছেন।
বিরামপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল জানান, উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে এবার ১৫ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো রোপন করা হয়েছে। কৃষকদের রোপনকৃত ধানের মধ্যে অন্যতম হচ্ছে, মিনিগেট, জিরাশাইল, ব্রি-২৮,২৯,৫৮,৭৪,৮১,৮৮,৮৯ ও বিভিন্ন ব্র্যান্ডের হাইব্রিড জাতের ধান। সীমিত জনবল দিয়েই নিরলস ভাবে পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের কৃষকদের মাঝে পরামর্শ দেওয়া হচ্ছে। উপজেলার বোরো ক্ষেতে কোন রোগ বালাই নেই এবং অনুকুল আবহাওয়া থাকলে এবার বিরামপুর উপজেলায় বোরো ধানের বাম্পার ফলন হবে।
এদিকে আবাদকৃত বোরো ধানের মধ্যে আগাম জাতের মিনিগেট ধান কৃষকরা কাটতে শুরু করেছে।
কুচিয়ামোড় গ্রামের কৃষক মশিয়ার রহমান জানান, ধানের পরিপুষ্ট সোনালি শীষে মাঠ ভরে গেছে। আগাম জাতের মিনিগেট ধান প্রতি বিঘায় (৩৩ শতক) ফলন হচ্ছে ৩২ থেকে ৩৬ মন। নতুন ধান বাজারে ৮৫০ টাকা মন দরে বিক্রি হচ্ছে।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি